নিউজবাংলা ডেস্ক : দেশের সর্বোচ্চ আদালতের পরবর্তী বিচারপতি কে হবেন সে বিষয়ে সুপারিশ জমা হল কেন্দ্রীয় আইন মন্ত্রকে। পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সামনে এসেছে বিচারপতি শরদ অরবিন্দ বোবডের নাম।
বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের সুপারিশেই বোবডের নাম উঠে এসেছে বলে জানা গেছে। বর্তমানে অযোধ্যা জমি মামলার দায়িত্বে রয়েছেন বোবডে।
আগামী ১৭ নভেম্বর অবসর নিতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। ২০১৮ এর ৩ অক্টোবর প্রধান বিচারপতির পদে আসীন হয়ছিলেন তিনি। আগামী মাসেই শেষ হতে চলেছে তাঁর কার্যকালের মেয়াদ।
নিয়ন অনুযায়ী বিদায়ী প্রধান বিচারপতি তাঁর উত্তরসূরি হিসেবে একজন সিনিয়র বিচারপতির নাম সুপারিশ করে যান। সেক্ষেত্রে বিচারপতি শরদ অরবিন্দ বোবডেই হলেন সিনিয়র। তাই তাঁর নামই কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে সুপারিশ করেছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
No comments