মিলন পন্ডা, নিউজবাংলা : দোকানের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে
একটি পিক ভ্যানের ধাক্কায় মর্মন্তিক মৃত্যু হল এক ব্যাবসায়ী যুবকের। বুধবার রাত্রি
৯.৩০টা নাগাদ দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের মারিশদা বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, মৃত জুবকার নাম বকুল দাস (৩৬)। তাঁর বাড়ি মারিশদা
থানার জন্টাই গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মারিশদা বাজারে জুতো সারানোর
দোকান রয়েছে ওই যুবকের।
দোকানের কাজ সেরে বাড়ি যাওয়ার জন্য রওনা দেয় সে। সেই সময় কাঁথি
গামী মাছ বোঝাই একটি পিক আপ ভ্যান ওই যুবককে চাপা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে
মারিশদা থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।
রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে
নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করে থানায়
নিয়ে এসেছে। এই মৃত্যুর সংবাদ গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে এলাকায়।
No comments