নিউজবাংলা ডেস্ক, কলকাতা : তুবড়ি জ্বালাতে গিয়ে বিস্ফোরণ ঘটে যাওয়ার জেরে গলার শ্বাসনলি কেটে গিয়ে মৃত্যু হল এক ব্যবসায়ীর। ঘটনাস্থল কলকাতার কসবা এলাকায়। মৃত ব্যবসায়ীর নাম দ্বীপ কুমার কোলে (৪০)। রবিবার রাত্রি ৮টা নাগাদ তিনি তুবড়ি জ্বা…
নিউজবাংলা ডেস্ক, কলকাতা : তুবড়ি জ্বালাতে গিয়ে বিস্ফোরণ ঘটে যাওয়ার জেরে গলার শ্বাসনলি কেটে গিয়ে মৃত্যু হল এক ব্যবসায়ীর। ঘটনাস্থল কলকাতার কসবা এলাকায়। মৃত ব্যবসায়ীর নাম দ্বীপ কুমার কোলে (৪০)। রবিবার রাত্রি ৮টা নাগাদ তিনি তুবড়ি জ্বালাতে গিয়েই বিপত্তি ঘটে যায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দ্বীপ কুমার কোলে সহ তাঁর ভাই ও বন্ধুরা মিলে প্রতি বছরের মতো এবারও বিজন সেতুর ফুটপাথে বাজি ফাটাতে জড়ো হয়েছিলেন। একটি মাটির তুবড়িতে আগুন দেওয়ার পর সেটি প্রথমে নিভে যায়। এরপর তাঁকে জ্বালাতে রঙবাতির আগুন দিয়ে খোঁচাখুচি শুরু করেন দ্বীপবাবু।
বেশ কিছু সময় পর আগুন ধরেই ফেটে যায় তুবড়িটি। সেই সময় তুবড়ির একটি ধারালো টুকরো সোজা গিয়ে দ্বীপবাবুর গলার ডানদিকে বিঁধে যায়। সঙ্গে সঙ্গেই ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। এরপরেই ফুটপাথেই লুটিয়ে পড়েন তিনি।
এই ঘটনায় হতচকিত দ্বীপবাবুর ভাই ও বন্ধুরা তাঁকে উদ্ধার করে দ্রুত শিশুমঙ্গল হাসপাতালের উদ্দেশ্যে যাওয়ার পথেই ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গেছে। দ্বীপবাবু পরিবারের বড় ছেলে। তিনি অবিবাহিত। তাঁর মৃত্যুর পরেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করেছে।
কোন দোকান থেকে এই তুবড়ি কেনা হয়েছিল তা নিয়ে পুলিশ খোঁজ শুরু করেছে। অন্যদিকে বেহালার ঘটনায় ইতিমধ্যে তুবড়ি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কসবার ঘটনায় তুবড়ি ব্যবসায়ীকে এখনও চিহ্নিত করা যায়নি।
No comments