নিউজবাংলা ডেস্ক : আগামী বছরের ১লা জানুয়ারী থেকে রাজ্য সরকারী কর্মীদের জন্য লাগু হচ্ছে ষষ্ঠ বেতন কমিশন। এবার সেই সুবিধের আওতায় আসতে চলেছেন রাজ্যের সমস্ত মাধ্যমিক-উচ্চমাধ্যমিক বোর্ডের কর্মীরাও। বাদ যাচ্ছেন না সরকারী সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের কর্মীরাও। এছাড়াও মাদ্রাসা বোর্ডের কর্মীদের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
রাজ্য সরকারের তরফে ষষ্ঠ বেতন কমিশনকে আগামী ৩ মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর। এই কর্মীরা কিভাবে ষষ্ঠ বেতন কমিশনের সুবিধে পেতে পারেন তা খতিয়ে দেখতে বলা হয়েছে।
এই রিপোর্ট হাতে এলে বেতন বৃদ্ধির বিষয়ে অর্থ দফতর পরবর্তী সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষষ্ঠ বেতন কমিশন চালু করার কথা ঘোষণা করেছেন। যার জেরে রাজ্য সরকারী কর্মীদের বেতন একলাফে ২.৫৭ গুন বেড়ে যাচ্ছে।
এরফলে তাঁদের ন্যূনতম বেতন ৭ হাজার থেকে বেড়ে হচ্ছে ১৭ হাজার ৯৯০ টাকা। প্রায় দ্বিগুন হচ্ছে গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা। বাড়ছে বাড়ি ভাড়া ভাতাও। তবে স্যাট-এর আদালতের নির্দেশের পরেও ডিএ নিয়ে কেন কোনও ঘোষণা হল না তা নিয়ে ক্ষুব্ধ রাজ্য সরকারী কর্মীদের একাধিক সংগঠন।
এই বিষয় নিয়ে আবারও আন্দোলনে নামার পাশাপাশি আদালতে যাওয়ারও চিন্তাভাবনা করছে বেশ কয়েকটি সংগঠন।
No comments