নিউজবাংলা ডেস্ক : কালী পুজোর রাতে রবিবার গভীর রাতে একটি বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ৪ পুলিশ কর্মীর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার পালশিট এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলা…
নিউজবাংলা ডেস্ক : কালী পুজোর রাতে রবিবার গভীর রাতে একটি বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ৪ পুলিশ কর্মীর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার পালশিট এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে টহলদারী সেরে ফিরছিল মেমারি থানার পুলিশের একটি দল। সেই সময় জাতীয় সড়কের ওপর একটি বালি বোঝাই ট্রাক প্রচন্ড গতিতে পুলিশের গাড়ির পেছন দিক থেকে ধাক্কা মারে। এই ঘটনার জেরে পুলিশের গাড়িটি পুরোপুরি পাল্টি খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে পুলিশ কর্মীদের উদ্ধারের পর তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৩ পুলিশ কর্মীকে মৃত বলে ঘোষণা করেন। পরে হাসপাতালেই আরও এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে।
কিভাবে এই ঘটনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কালী পুজোর রাতে এমন মর্মান্তিক ঘটনায় মেমারি থানা চত্বরে নেমে এসেছে শোকের ছায়া।
No comments