মিলন পন্ডা, নিউজবাংলা ডেস্ক : বিজয়া দশমীর দুপুরে মর্মান্তিক ভাবে ঝিলের জলে ডুবে মৃত্যু হল দিদি ও ভাইয়ের। ঘটনাটি ঘটছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার উত্তর হরশঙ্কর গ্রামে। এই ঘটনার শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
পুলিশ জানিয়ে…
মিলন পন্ডা, নিউজবাংলা ডেস্ক : বিজয়া দশমীর দুপুরে মর্মান্তিক ভাবে ঝিলের জলে ডুবে মৃত্যু হল দিদি ও ভাইয়ের। ঘটনাটি ঘটছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার উত্তর হরশঙ্কর গ্রামে। এই ঘটনার শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
পুলিশ জানিয়েছে, মৃতরা হল সুতপা মাইতি (২১) ও উজ্জল মাইতি (১৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর হরশঙ্কর গ্রামে একটি বড় ঝিল রয়েছে। যেখানে মাছ চাষ করা হয়। মাছের খাওয়ার দেওয়ার জন্য একটি ডিঙ্গি নৌকা রয়েছে ঝিলের পাড়ে।
এলাকার ছেলে মেয়েরা অন্য সময় নৌকা করে ঝিলে ঘুরে বেড়ায়। মঙ্গলবার দুপুরে স্নান করার সময় গ্রামের ৬জন ছেলে মেয়ে মিলে ওই নৌকাতে উঠে পড়ে। পাড় থেকে প্রায় ২০০ মিটার যাওয়ার পরেই নৌকোটি উল্টো যায়।
নৌকাতে থাকা ৪জন কোন রকমে সাঁতরে পাড়ে ওঠে আসে। কিন্তু দিদি ও ভাই উঠে আসতে পারেনি। গ্রামবাসীরা খবর পেয়ে দ্রুত ঝিল থেকে দুজনকে উদ্ধার করে। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে তমলুক জেলা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৃত সুতপা স্থানীয় একটি কলজের তৃতীয় বর্ষের ছাত্রী ও উজ্জল স্কুলের দশমশ্রেনীর ছাত্র ছিল বলে জানা গেছে। মৃত দুইজন সাঁতার জানতো না বলে স্থানীয় বাসিন্দদের দাবী।
No comments