নিউজবাংলা ডেস্ক : চলমান ট্রেনেই সন্তান প্রসব করলেন এক মহিলা। বুধবার সকালে ডাউন আজিমগঞ্জ - কাটোয়া প্যাসেঞ্জারে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন মুর্শিদাবাদ জেলার বাছারার বাসিন্দা বানেরা বিবি(২২)।
এদিন কাটোয়া হাসপাতালেই ভর্তি …
নিউজবাংলা ডেস্ক : চলমান ট্রেনেই সন্তান প্রসব করলেন এক মহিলা। বুধবার সকালে ডাউন আজিমগঞ্জ - কাটোয়া প্যাসেঞ্জারে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন মুর্শিদাবাদ জেলার বাছারার বাসিন্দা বানেরা বিবি(২২)।
এদিন কাটোয়া হাসপাতালেই ভর্তি হওয়ার কথা ছিল বানেরা বিবির। তাই সকাল ৯টা নাগাদ বাজারসাউ থেকে কাটোয়া আসার ট্রেন ধরেন তিনি। সঙ্গে ছিলেন মা সাহিনা বিবি, দাদু রহিম শেখ ও ঠাকুমা হাসিনা বিবি।
কিন্তু ট্রেনে ওঠার পর থেকেই ধীরে ধীরে যন্ত্রণা বাড়তে থাকে তার। এরপর ট্রেন কাটোয়া ঢোকার কিছু আগেই প্রসব যন্ত্রণা অসহ্য পরিমাণে বেড়ে যাওয়ায় ট্রেনের মধ্যেই ছটফট করতে থাকে বানেরা। এরপরই কিছু সহযাত্রীর উদ্যোগে ট্রেনের সিটে শুইয়েই চারদিক ঘিরে রেখে মহিলাকে প্রসব করানো হয়।
পরে ট্রেন কাটোয়া ঢুকতেই তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেন রেল পুলিশের কর্মীরা। তড়িঘড়ি কাটোয়া হাসপাতালের প্রসূতি বিভাগেই ভর্তি করা হয় বানেরা ও তার কন্যাকে। তরুণীর কথায়, "এটাই আমার প্রথম সন্তান। এ ভাবে সন্তানের জন্ম দিতে হবে ভাবিনি। তবে যাত্রীরা আমাকে খুবই সাহায্য করেছেন। ওঁরা সাহায্য না করলে কী হত জানি না। সবার কাছে আমি কৃতজ্ঞ"।
কাটোয়া রেল পুলিশের ওসি কুমার বিজয় সিং বলেন, "আমরা খবর পেয়েই কয়েকজন সিভিক ভলান্টিয়ার, মহিলা পুলিশ-সহ তৈরি ছিলাম। ট্রেন কাটোয়া ঢুকতেই ওই মহিলাকে নামিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। মা-মেয়ে যে সুস্থ আছে এটাই সব থেকে আনন্দের"।
No comments