Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

বেলদায় গ্রামবাসীদের উদ্যোগে জালে বন্দী বিষধর খরিশ ফিরে গেল প্রকৃতির মুক্তাঞ্চলে !পার্থ খাঁড়া, নিউজবাংলা ডেস্ক : গ্রামবাসীদের মহানুভবতায় জালে আটকে পড়া একটি পূর্ণবয়স্ক বিষধর খরিশ সাপ পুনরায় ফিরে পেল বেঁচে থাকার আশ্বাস। ভয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলার পরিবর্তে তাঁকে উদ্ধার করে জঙ্গলে ফিরিয়ে দিলেন গ্রামবাসীরাই।এমনই অসাধ্য সাধন করলেন পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বড় মাতকাৎপুর এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে এলাকার বাসিন্দা কাজল সাঁতরার পুকুরের পাড় ঘিরে রাখা জালে আটকে পড়ে বিষধর ওই সাপটি।যার দৈর্ঘ প্রায় ৪ থেকে সাড়েচার ফুট বলে জানিয়েছে এলাকাবাসীরা। মঙ্গলবার সকালে এই ঘটনা সবার নজরে এলে খবর দেয়া হয় স্থানীয় প্রশাসন সহ বনদপ্তরকে কিন্তু বনদপ্তর দেরিতে আসাগ্রামবাসীরাই উদ্যোগ নিয়ে সেই বিষধর সাপটিকে জাল থেকে মুক্ত করে পুনরায় জঙ্গলে ছেড়ে দিয়েছে।
উল্লেখ্য এর আগে এই পশ্চিম মেদিনীপুরেই শিকার উৎসবের সময় পশুহত্যা রোধে কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সেখানে এদিনের ঘটনা আরেকবার মনে করিয়ে দিল বন্য প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা কমেনি


No comments